কিশোরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর রোজা মনি (৬) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকালে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চরমারিয়া গ্রামের বাচ্চু মিয়ার পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোজা মনি একই গ্রামের সুমন মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, গত ৬ জুলাই বিকেলে রোজা মনি বাড়ির সামনে রাস্তায় খেলছিল। এরপর থেকে সে নিখোঁজ ছিল। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
শুক্রবার সকালে এক স্থানীয় ব্যক্তি পাটক্ষেতে ঘাস কাটতে গেলে দুর্গন্ধ টের পান। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে রোজার মরদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।
রোজার ফুপাতো ভাই নাইম মিয়া বলেন, “ও নিখোঁজ হওয়ার পর আমরা পাগলের মতো খুঁজেছি। আজ ওর মরদেহ দেখে আমরা ভেঙে পড়েছি।”
ঘটনার বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।”
ঘটনার পর চরমারিয়া এলাকাজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর অনেকেই মনে করছেন, এই মৃত্যু স্বাভাবিক নয়—এর পেছনে অপরাধমূলক কোনো ঘটনা থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর পেছনে অপহরণ, হত্যাসহ সম্ভাব্য অপরাধের বিষয়টি মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে। ফরেনসিক রিপোর্ট ও তদন্তে বিস্তারিত জানা যাবে।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে