বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শাখার ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার(১০ জুলাই) সন্ধ্যায় ফরিদপুর পুরাতন কালিবাড়ি মন্দিরের তৃতীতলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নিতাই রায় এবং সঞ্চালনা করেন মহানগর কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার স্বাধীন। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন বিশ্বজিৎ কুমার সরকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুব্রত কুমার ঘোষ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, নবনির্বাচিত সভাপতি বিশ্বজিৎ কুমার সরকার, সাধারণ সম্পাদক সুব্রত কুমার ঘোষসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। সংগঠনের নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, বিগত দিনে আওয়ামী লীগ সরকার হিন্দু সম্প্রদায়ের ওপর নানাভাবে নিপীড়ন চালিয়েছে। তাদের বাড়িঘর দখল করে, ইচ্ছেমতো ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটেছে। সংখ্যালঘু আখ্যা দিয়ে ভোটব্যাংক হিসেবে ব্যবহারের পরও তারা কোনো বাস্তব সুযোগ-সুবিধা পায়নি। তাই আগামী জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় আরও জানানো হয়, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়েও পর্যায়ক্রমে কমিটি গঠন করা হবে। নবগঠিত বোয়ালমারী উপজেলা কমিটি দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সচিব সুব্রত রবিদাস, মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক সুব্রত রায়, যুগ্ম আহ্বায়ক সঞ্জয় রায়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে