AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে যৌথ টাস্কফোর্সের অভিযান: তিন দোকান থেকে অবৈধ কারেন্ট জাল ও পলিথিন উদ্ধার



কোটচাঁদপুরে যৌথ টাস্কফোর্সের অভিযান: তিন দোকান থেকে অবৈধ কারেন্ট জাল ও পলিথিন উদ্ধার

কোটচাঁদপুর পৌর শহরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মেসার্স হাফিজুর স্টোর, উত্তম স্টোর ও সবুজ ট্রেডার্স নামে তিনটি দোকান থেকে ২৯২.৫ কেজি অবৈধ কারেন্ট জাল ও ৬.৫ কেজি পলিথিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১৪,৭৯,৯০০ (চৌদ্দ লক্ষ সত্তর হাজার একশত নব্বই) টাকা।

দোকানগুলোতে অবৈধ মালামাল সংরক্ষণ ও বিক্রয়ের জন্য তিন দোকান মালিককে মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ জেলার চীফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানভীর ইসলাম সাগর। এছাড়া উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আশরাফ আলী, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, বিজিবি ও পুলিশ সদস্যরা।

অভিযান শেষে উদ্ধারকৃত কারেন্ট জাল ও পলিথিন কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে।

 


একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে

Link copied!