পঞ্চগড়ের সদর উপজেলায় শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির জেরে এক ব্যক্তির বাড়িতে হামলা এবং পরবর্তীতে দায়ের করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের টিটিহি পাড়া এলাকায় ভুক্তভোগী মনসুর আলীর পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মনসুর আলী।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মনসুর আলীর স্ত্রী কহিনুর বেগম, বোন প্রমিলা বেগম এবং প্রতিবেশী রাশেদুজ্জামান লিটন প্রমুখ।
ভুক্তভোগী মনসুর আলীর অভিযোগ, গত ১ জুলাই তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ঝালিংগীগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যায় তার ছেলে এবং এলাকার কিছু শিশু। খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে স্থানীয় আইনজীবী সনেটের ভাতিজার সঙ্গে।
তিনি বলেন, “এ ঘটনার জেরে আইনজীবী সনেটের পরিবারের পক্ষ থেকে আমাদের বাড়িতে হামলা চালানো হয়। পরে আদালতে আমাদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার পাশাপাশি আমাদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন পর্যন্ত করা হয়েছে।”
মনসুর আলীর অভিযোগ, মামলার পর আদালতে তার পক্ষে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না এবং বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়া হচ্ছে। তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।
অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে আইনজীবী আল-আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কারও বাড়িতে হামলা করিনি। বরং মনসুর আলী নিজেই একজন চিহ্নিত সন্ত্রাসী। তিনি অবৈধভাবে সম্পদ গড়ে তুলেছেন এবং এখন মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করছেন। আদালতে কেউ তার পক্ষে দাঁড়াচ্ছে না বলেই আমাদের দায়ী করা ঠিক নয়।”
এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা শান্তিপূর্ণ সমাধান এবং প্রশাসনের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
একুশে সংবাদ/প.প্র/এ.জে