২০২৫ সালের দাখিল পরীক্ষায় ঝালকাঠির এনএস কামিল মাদরাসা অসাধারণ ফলাফল অর্জন করেছে। ৪২৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৪২৬ জন, পাসের হার ৯৯.৭৭ শতাংশ। এর মধ্যে ২২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) পেয়েছে।
সাধারণ বিভাগে A+ পেয়েছে ১১০ জন, বিজ্ঞান বিভাগে ১১৭ জন। এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম বলেন, ‘এই ফল সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা শিক্ষার্থীদের নৈতিকতা ও আধুনিক জ্ঞানচর্চাতেও গুরুত্ব দেই।’
১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি ধর্মীয় ও সাধারণ শিক্ষায় সমানভাবে অগ্রগামী ভূমিকা রেখে চলেছে।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে