গোপালগঞ্জের মুকসুদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” কর্মসূচির আওতায় মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। কর্মসূচিটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত ও উপজেলা প্রশাসন বাস্তবায়িত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম,উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দীন শেখ,মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এ নাইম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার প্রমুখ।
অনুষ্ঠানে ২০ জন নারী শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।
এছাড়া—৩০ জন প্রাথমিক শিক্ষার্থীকে জনপ্রতি ২,৫০০ টাকা,১৫ জন মাধ্যমিক শিক্ষার্থীকে জনপ্রতি ৬,০০০ টাকা, ১০ জন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীকে জনপ্রতি ৯,৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এই উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে আনন্দের পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে