AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রংপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ৩


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,রংপুর
১১:৫৮ এএম, ১০ জুলাই, ২০২৫

রংপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ৩

রংপুরের পীরগাছা উপজেলায় বৌভাত শেষে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে দেউতি সড়কের বেলতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ৫০–৬০ জন যাত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় এক বিয়ের দাওয়াতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বাসযোগে ফেরার পথে দেউতি এলাকার জব্বারের দোকান সংলগ্ন স্থানে পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধারকাজ শুরু করেন। তাদের সহযোগিতায় শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো পুরো উদ্ধার অভিযান শেষ হয়নি।

ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, পুকুরে পড়া বাসটি উদ্ধারের চেষ্টা চলছে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!