AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার



সরিষাবাড়ীতে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার

জামালপুরের সরিষাবাড়ীতে নিজস্ব অর্থায়নে একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার করা হচ্ছে। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম মোর্শেদ এই উদ্যোগ গ্রহণ করেন।

বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া বটতলা মোড় থেকে মুক্তিযোদ্ধা আব্দুল আলিম উদ্দিনের বাড়ি হয়ে ডোয়াইল বাজারের নাজিম উদ্দিনের বাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার কাঁচা ও কাদা-মাখা ভাঙাচোরা রাস্তায় মাটি ফেলে সংস্কারকাজ শুরু করা হয়। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নির্দেশে ও মোর্শেদুল আলম মোর্শেদের নিজস্ব অর্থায়নে এই কাজটি সম্পন্ন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ বছর ধরে এলাকাবাসী বারবার রাস্তাটি মেরামতের দাবি জানালেও কোনো চেয়ারম্যান বা মেম্বার কার্যকর কোনো পদক্ষেপ নেননি। একটু বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন স্থানে কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হাট-বাজার ও স্কুল-কলেজে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হন। ডোয়াইল বাজার ছাড়াও কৃষ্টপুর, ভবানীপুর, গোবিন্দপুর, হরখালি—এলাকার প্রায় ৭/৮ গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে।

দুর্ভোগ নিরসনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম মোর্শেদ নিজ উদ্যোগে ভেকু মেশিন ও ডাম্পার গাড়ির মাধ্যমে মাটি এনে রাস্তার কাদা ও ভাঙাচোরা অংশ সংস্কার করেন। ফলে রাস্তা আবারও চলাচলের উপযোগী হয়ে উঠেছে।

এ সময় উপস্থিত ছিলেন—ডোয়াইল ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, মৎস্য বিষয়ক সম্পাদক জহুর উদ্দিন জহু, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন (মুসা), সাবেক মেম্বার সামছুল হক, ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেন, এবং সংস্কার কাজে দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়াসহ আরও অনেকে।

এ বিষয়ে মোর্শেদুল আলম মোর্শেদ বলেন, “আমাদের ইউনিয়নে অধিকাংশ রাস্তা এখনো কাঁচা। নয়াপাড়ার এই রাস্তাটি ছিল অত্যন্ত করুণ অবস্থায়। অবহেলিত মানুষের কথা চিন্তা করে নিজ উদ্যোগে স্থানীয়দের সঙ্গে নিয়ে সংস্কারকাজ শুরু করেছি।”

 

একুশে সংবাদ/জা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!