শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল, ঝরনা ও গারো পাহাড়ের স্থানসমূহ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে রাতভর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে মো. নুর মোহাম্মদ (২০) নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ৩টি ট্রলি ও ১টি বালুবোঝাই মাহিন্দ্র আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদকে রাতেই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ এপ্রিল শেরপুর জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়—বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৯(৪) অনুযায়ী ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অনুমোদনের ভিত্তিতে শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সকল বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়।
তবে এরপরও একটি প্রভাবশালী সিন্ডিকেট রাতের আঁধারে উপজেলার নদী, খাল ও পাহাড়ি অঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এ ধরনের সংবাদ পেয়ে প্রশাসন রাতভর অভিযান চালায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, “আমাদের অভিযান চালানোর ফলে বালু উত্তোলন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সরকারি সম্পদ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তি প্রদান অব্যাহত থাকবে। সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে।”
একুশে সংবাদ/শে.প্র/এ.জে