যশোরের কেশবপুরে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে তিনজনকে ১ মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত ৮ জুলাই (সোমবার) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তিন মাদকসেবীকে ১ মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন:
১. কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের মৃত ইয়াসিন বিশ্বাসের ছেলে মোহাম্মদ মহিদুল ইসলাম (৫০),
২. সাবদিয়া গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে আশিকুর রহমান (৫০),
৩. গৌরিঘোনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে বাপ্পী (২৫)।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আ. কাসেম।
একুশে সংবাদ/য.প্র/এ.জে