AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে ৩ ফার্মেসিকে জরিমানা, ১টি সিলগালা



বোয়ালখালীতে ৩ ফার্মেসিকে জরিমানা, ১টি সিলগালা

চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ, ফিজিশিয়ান স্যাম্পল ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অনুমোদন না থাকায় একটি ফার্মেসি সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার গোমদণ্ডী ফুলতলা ও কধুরখীল চৌধুরী হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি জানান, গোমদণ্ডী ফুলতলা এলাকার ‘আল ইমাম মেডিকো’র মালিক আরিফ হোসেনকে ৫ হাজার টাকা, বোয়ালখালী জেনারেল হাসপাতাল ফার্মেসির রাজু দে’কে ২ হাজার টাকা এবং কধুরখীল চৌধুরী হাটের ‘দরবার মেডিকো’র মালিক বেলালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‘দরবার মেডিকো’ ফার্মেসিটি অনুমোদন ছাড়াই পরিচালিত হওয়ায় এবং সঠিক ব্যবস্থাপনা না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

এছাড়া ত্রিপল বিহীনভাবে বালু পরিবহন করায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২-এর আওতায় নুরুল আলম নামের একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন চট্টগ্রাম ঔষধ প্রশাসন জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো. আবিদ আহসান।

 


একুশে সংবাদ/রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!