ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দিনে প্রি-ক্যাডেট স্কুল পরিচালনা আর রাতে ভয়ংকর ডাকাতির পরিকল্পনা—এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে পুলিশের হাতে আটক চার ডাকাতকে জিজ্ঞাসাবাদে।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ভাঙ্গা থানা পুলিশ সম্প্রতি দুটি ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার ও একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৩৫-৭৬২৬) এবং পাঁচ ভরি গলানো স্বর্ণালঙ্কার জব্দ করে।
গ্রেফতারকৃতরা হলেন—
মোক্তার হুসাইন ওরফে মোকা (৪৫): নগরকান্দার শ্রীরাঙ্গাল গ্রামের বাসিন্দা, দিনে দি ন্যাশনাল ইসলামিক প্রি-ক্যাডেট স্কুল পরিচালনা করেন, রাতে ডাকাতির নেতৃত্ব দেন।
কিবরিয়া শেখ (৩৫): পূর্ব সদরদী গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি, ডাকাতির মূল পরিকল্পনাকারী।
শহিদুল ওরফে শহিদ (৪৫): গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরবাহাড়া গ্রামের বাসিন্দা।
পার্থ রায় (৪২): বোয়ালমারীর শ্রীনগর গ্রামের বাসিন্দা।
ডাকাতির ঘটনা:
১. পূর্ব সদরদী গ্রামে একই রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় গৃহকর্তা ও নারীসহ পাঁচজনকে কুপিয়ে আহত করা হয়।
২. ৩০ মে শাহামুল্লুকদী গ্রামে একই রাতে অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়িতে ডাকাতি করা হয়।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘণ্টার মধ্যে পরিকল্পনাকারী মোক্তার ও কিবরিয়াকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে শহিদুল ও পার্থকে আটক করা হয়।
ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন এর নেতৃত্বে এসআই মোশাররফ, এসআই মিজান ও এসআই মশিউরের সমন্বয়ে গঠিত একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে অংশ নেন।
এসআই মোশাররফ বলেন,“মোক্তার ও কিবরিয়া এলাকায় নিজ নিজ পরিচয়ের আড়ালে ডাকাতি সংঘটিত করে। তারা মুখোশ পরে অন্য জেলা থেকে হায়ারকৃত ডাকাতদের নিয়ে রাতে ডাকাতি চালায়। পাটক্ষেতে লুকিয়ে থেকে পুলিশের নজর এড়িয়ে তারা হামলা করে। গ্রেফতারদের দেওয়া তথ্য অনুযায়ী বাকিদের ধরতে তৎপরতা চলছে।”
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে