AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
০৫:১৪ পিএম, ৮ জুলাই, ২০২৫

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত

নরসিংদী  জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের  ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম। এ সময় ফল উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম।

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. আবু কাউছার সুমন, জেলা সমাজ সেবা কর্মকর্তা (রেজি.) সুরভী  আক্তার, রোটারিয়ান তাজুল ইসলাম তাজ, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি  (সাবেক ব্যাংকার) সানাউল্লাহ মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার   ডা. সঞ্জয় কুমার সাহা, জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, অভিভাবক মানিক মিয়া, বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ফল উৎসবে দেশে উৎপাদিত ৩৫ প্রকারে ফল ডিসপ্লে করা হয়। বিদ্যালয়ের কোমলমতি প্রতিবন্ধী এই শিশু-কিশোরদের এই ফলগুলোর সাথে  পরিচয় করিয়ে দেওয়া হয়।

সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন এই সকল শিশুদের  জানার স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের উৎসবের  আয়োজন করা হবে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার জানান। 
 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!