AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ‘আমার জীবন, আমার স্বপ্ন’ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৪:৫৭ পিএম, ৮ জুলাই, ২০২৫

কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ‘আমার জীবন, আমার স্বপ্ন’ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে শিশু ও যুবদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে "আমার জীবন, আমার স্বপ্ন" শীর্ষক ওরিয়েন্টেশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৮ জুলাই) কুড়িগ্রাম সদর উপজেলার অভিনন্দন কনভেনশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০০ জন শিশু ও যুব প্রতিনিধি অংশ নেন। ওরিয়েন্টেশনের মূল লক্ষ্য ছিল—শিশু ও কিশোর-কিশোরীদের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরিতে দিকনির্দেশনা দেওয়া, স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করা এবং নিয়মিত তদারকির মাধ্যমে তাদের পাশে থাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রাম (এপি) ম্যানেজার প্রেরণা চিসিমি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজগর আলী এবং মো. গোলাম মোস্তফা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জীব গাইন, প্রোগ্রাম অফিসার মারিও মার্ডী, স্পন্সরশিপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার মনি দিও, এবং এসবিসি প্রজেক্টের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জ্বল সিকদার।

ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী শিশুরা তাদের প্রত্যাশা ব্যক্ত করে বলেন,“এই স্বপ্ন পরিকল্পনার যাত্রায় যুক্ত হয়ে আমরা নিজেদের জন্য বাস্তবমুখী স্বপ্ন তৈরি করবো এবং তা পূরণে এগিয়ে যাবো। পাশাপাশি এলাকার অন্য শিশু ও যুবদেরও স্বপ্ন গঠনে উৎসাহিত করবো।”

উল্লেখ্য, কুড়িগ্রাম এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া হতদরিদ্র পরিবারের শিশুদের জন্য রূপান্তরমূলক উন্নয়ন ও পরিপূর্ণ জীবন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার, এনজিও, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!