AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় সাহিত্য সংগঠন ‘জলসিড়ি’র শুভ পরাগায়ন অনুষ্ঠিত



মান্দায় সাহিত্য সংগঠন ‘জলসিড়ি’র শুভ পরাগায়ন অনুষ্ঠিত

নওগাঁর মান্দা উপজেলার কবি, লেখক ও সাহিত্য অনুরাগীদের নিয়ে গঠিত সাহিত্য সংগঠন ‘জলসিড়ি’-র আনুষ্ঠানিক শুভ পরাগায়ন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক, লেখক ও প্রাবন্ধিক আইনাল হক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান, রাজশাহী কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক ফজলে খোদা মিলন, চিত্রশিল্পী এ.কে. আকাশ, কবি ও সাহিত্যিক আশরাফুল হক পলাশ, খাইরুল ইসলাম, আবদুল সাত্তার, আবু তালেব মৃধা ও আজিজুল হক।

বক্তারা বলেন, "‘জলসিড়ি’ মান্দার সাহিত্যাঙ্গনে একটি নতুন দিগন্তের সূচনা করবে। এই সংগঠন তরুণ লেখক-কবিদের মধ্যে সাহিত্যচর্চাকে উৎসাহিত করবে এবং তাদের সৃজনশীলতার বিকাশে ভূমিকা রাখবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম, হাবিবুর রহমান, পলাশ চন্দ্র এবং মাহবুবুজ্জামান সেতু প্রমুখ।

অনুষ্ঠানের শেষাংশে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সাংগঠনিক কাঠামো নিয়ে একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করা হয়।

 

একুশে সংবাদ/নও.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!