শালিখা(মাগুরা)প্রতিনিধিঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরার শালিখা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শনিবার(৫ই জুলাই) বিকালে উপজেলার আড়পাড়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে উপজেলা পরিষদ ইকোপার্কে এ কর্মসূচি পালিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ রাজিব বিশ্বাস । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান৷ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধক ছিলেন,মাগুরা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা৷ অন্যান্যরে মধ্য উপস্থিত ছিলেন,উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ ইলিয়াস হোসাইন,সদস্য সচিব মোঃ তুহিন মুন্সী।
উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন, জেলা যুবদল নেতা ফারদিন হাসান সুমন, ফিরোজ হোসেন মৃধা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়েদ জাহিদুর রহমান জাহিদ,উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম,শরিয়ত শেখ,ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক নাহিদ বিশ্বাস,উপজেলা জাসাস এর সদস্য সচিব শহিদুজ্জামান চাঁদ প্রমূখ৷
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু দেশের স্বাধীনতার ঘোষকই নন, তিনি একজন আদর্শবান নেতা ও সৈনিক ছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করে পরিবেশ রক্ষায় এবং দেশের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।
একুশে সংবাদ//র.ন