AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দীর্ঘ ১৭ বছর পর সুবিদপুরে বিএনপির কার্যালয় পুনরুদ্ধার, উদ্বোধনে উৎসবমুখর পরিবেশ



দীর্ঘ ১৭ বছর পর সুবিদপুরে বিএনপির কার্যালয় পুনরুদ্ধার, উদ্বোধনে উৎসবমুখর পরিবেশ

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যালয় পুনরায় উদ্বোধন করা হয়েছে। 

 

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় তালতলা বাজার সংলগ্ন নতুনভাবে সংস্কার করা কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


নেতাকর্মীরা জানান, কার্যালয়টি দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে ছিল। তবে গত ৫ আগস্ট বিএনপি নেতাকর্মীরা কার্যালয়টি পুনরুদ্ধার করে সংস্কার কাজ শুরু করেন। সংস্কার শেষে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুবদলের সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক আঃ কাদের খান, সাধারণ সম্পাদক মো. সুলতান আহমদ, স্থানীয় ব্যবসায়ী কবির হোসেন জোমাদ্দার, সমাজসেবক মিজানুর রহমান বাবলু তালুকদার এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক অহিদুল ইসলাম অপু।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক আ. রব জলিল।


নেতারা বলেন, “কার্যালয়টির পুনঃউদ্বোধনের মাধ্যমে সুবিদপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পাবে। দীর্ঘদিনের রাজনৈতিক শূন্যতা কাটিয়ে এখন থেকে নিয়মিত দলীয় কার্যক্রম পরিচালনা করা যাবে।”


অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল, জাসাসসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপকভাবে উপস্থিত ছিলেন। পুরো আয়োজনকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।


একুশে সংবাদ//ঢা.পর.ন

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!