ঢাকার সাভার পৌরসভার গেন্ডা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে বাসটির পিছনের দিকে প্রায় ১০ শতাংশ অংশ পুড়ে গেছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের গেন্ডা এলাকায় ইউটার্নের কাছে দাঁড় করিয়ে রাখা বাসটিতে আগুন ধরে।বাসটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের যাতায়াতে ব্যবহৃত হয়ে থাকে।
বাসের চালক ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাসটি মহাসড়কের ইউটার্নের কাছে দাঁড়িয়ে ছিল। বাসের ভিতরে ঘুমিয়ে ছিলেন চালক মো. সেলিম। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বাসের পিছনের দিকে আগুন দেখতে পেয়ে তিনি তড়িঘড়ি করে বাস থেকে নেমে যান।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসের চালক মো. সেলিম গণমাধ্যমকে বলেন, “বাসের সামনের দিকে ইঞ্জিন কাভারের ওপর বিছানা করে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে যায়। তখন ‘আগুন আগুন’ বলে চিৎকার করে বাস থেকে নেমে আসি। পরে বালতি দিয়ে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করি। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”
তিনি আরও জানান, কীভাবে বাসে আগুন লেগেছে, তা তিনি জানেন না। বলেন, “আমি ঘুমিয়ে ছিলাম। আগুন লেগেছে বাসের পিছনের দিকে। সামনে কয়েকজন শ্রমিক ছিল।”
যোগাযোগ করা হলে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, “রাত সাড়ে ১০টার দিকে বাসে আগুন লাগে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটির প্রায় ১০ শতাংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।”
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি। বলেন, “তদন্ত শেষে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।”
এ বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

