মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা তুলে ধরা এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জুড়ী উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষক পরিবারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি ছিলেন হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, রাজনীতিবিদ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু।
প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, শিক্ষার মানোন্নয়ন করতে হলে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশ এবং অভিভাবকদের সচেতন ভূমিকা—সবকিছুই সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে তারা উৎসাহ নিয়ে শিখতে পারে এবং ভবিষ্যৎ উপযোগী দক্ষতা অর্জন করতে পারে। তিনি আশা প্রকাশ করেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় জুড়ীর শিক্ষা ব্যবস্থা আরও আধুনিক, শক্তিশালী এবং সময়োপযোগী হয়ে উঠবে।
সভায় সভাপতিত্ব করেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী এবং সঞ্চালনা করেন ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. লিয়াকত আলী খান, হযরত শাহখাকী (রহ.) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারহানা সামছী চৌধুরী, শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ তাজুর রহমান, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি দাশ, হাজী সোনা মিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিদুজ্জামান, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাশ, সাগরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার এবং কৃষ্ণনগর–বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান প্রমুখ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

