AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আড়াইহাজারে মোটরসাইকেলের টাকা না পেয়ে পুত্রের হাতে পিতা খুন



আড়াইহাজারে মোটরসাইকেলের টাকা না পেয়ে পুত্রের হাতে পিতা খুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কেনার টাকা চেয়ে না পেয়ে বাবা মো. মাহবুবকে (৫০) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে মো. ইয়াসিনের (২২) বিরুদ্ধে। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, সকালে ইয়াসিন তার বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা দাবি করেন। বাবা মাহবুব এতে রাজি না হলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে বাবাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত মাহবুব কৃষিকাজ করতেন। স্থানীয়দের অভিযোগ, ইয়াসিন মাদকাসক্ত ছিলেন এবং পারিবারিকভাবে বিভিন্ন সময়ে তাকে নিয়ে সমস্যা দেখা দিত।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে ইয়াসিন পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চলছে।

 

একুশে সংবাদ//ঢা.প//র.ন

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!