AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
পৌর  বিএনপি‍‍`র কমিটি ঘোষণা নিয়ে

ভাঙ্গায়  একপক্ষের  মশাল জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে প্রতিবাদ



ভাঙ্গায়  একপক্ষের  মশাল জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ  করে প্রতিবাদ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌর বিএনপি‍‍`র সম্মেলন প্রস্তুত আহবায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ত্যাগীরা স্থান না পেয়ে আ‍‍`লীগের লোকেরা স্থান পাওয়ায় পৌর বিএনপির বড় একটি অংশ মশাল জ্বালিয়ে বিক্ষোভ ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছেন। তাদের দাবি পকেট কমিটি করা হয়েছে। 

এমন ঘটনাটি ঘটে বুধবার(২ জুলাই) রাত ৯ টা থেকে সাড়ে দশটা পর্যন্ত ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে।  

পরে প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।   

জানা যায়, ফরিদপুর জেলা বিএনপি‍‍`র সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন তার ফেসবুকে এমএ ওয়াদুদকে আহ্বায়ক  ও জাকির হোসেনকে সদস্য সচিব, আরো ১৩ জনকে সাধারণ সদস্য করে ১৫ জনের একটি তালিকা, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ইছা ও সদস্য সচিব কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত কমিটি তার ফেসবুকে স্ট্যাটাস দেন ।  মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ভাঙ্গা উপজেলার একটি গ্রুপ কমেন্টসের মাধ্যমে অভিনন্দন জানান। আরেকটি গ্রুপের পদ বঞ্চিতরা সেই কমিটিতে নিক্সন চৌধুরীর এক সমর্থক ফারুক মুন্সি স্থান পাওয়ায়  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

পদবঞ্চিত মধ্যে বড় একটি অংশ রাত ৯টার দিকে  ভাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক, লাইকুজ্জামান লাভলু, আলম মুন্সি, বিএনপি নেতা মিজানুর মুন্সী, মুন্সি মনিরুজ্জামান,সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতুব্বরের নেতৃত্বে  ওই কমিটি বাতিলের দাবিতে মশাল জ্বালিয়ে তারা বিক্ষোভ মিছিল করে। 

এ সময়  তারা ফরিদপুর -ভাঙ্গা -বরিশাল মহাসড়কের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে  টায়ার  জালিয়ে প্রায় দেড় ঘণ্টা পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। তখন চার পাশের শত শত গাড়ি আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।  রাত সাড়ে দশটার দিকে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় । 

এ বিষয়ে সাবেক বিএনপি নেতা ফায়েকুজ্জামান ছোট্টু বলেন, ৪২ বছর ধরে বিএনপির রাজনীতির করে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলি নাই, আওয়ামী লীগের সময় যারা গা বাঁচিয়ে চলেছিলেন, সরাসরি ফারুক মুন্সী নিক্সন চৌধুরীর সঙ্গে আঁতাত করে চলেছেন, ইয়াহিয়া বিশ্বাস আওয়ামী পরিবারের লোক তাদেরকে কিভাবে কমিটিতে স্থান দেওয়া হয়? অথচ ত্যাগী নেতাদের বাদ দিয়ে শহিদুল ইসলাম বাবুল ও সেলিম খন্দকারের যোগসাজোসে  একটি পকেট কমিটি ঘোষণা করে তারেক রহমানের নির্দেশনা অমান্য করেছেন,  আমরা ওই পকেট কমিটি বিএনপি‍‍`র নামে আওয়ামীলীগ কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।  

অন্যদিকে পৌর বিএনপি‍‍`র আরেক সাবেক যুগ্ম আহ্বায়ক আলম মুন্সী বলেন, জেলা বিএনপি‍‍`র নেতা ইছা ও স্বপন আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই এক পক্ষের কথায় আওয়ামী লীগ ও নিক্সনের দোসরদের দিয়ে কমিটি দেওয়ায় দলের মান ক্ষুন্ন করেছে আমরা এই কমিটি মানি না।

আরেক দিকে পৌর বিএনপি‍‍`র সাবেক যুগ্ম আহবায়ক লাইকুজ্জামান লাভলু বলেন, শহিদুল ইসলাম বাবুল তিনি ফরিদপুর জেলা বিএনপি‍‍`র আহবায়ক মোদারেস আলী ইছা ও সদস্য সচিব কিবরিয়া স্বপনকে ব্যবহার করে একাধিক আওয়ামী লোকদের নিয়ে একতরফা পকেট কমিটি এনেছেন, শহিদুল ইসলাম বাবুলের উচিত ছিল ত্যাগীদের নিয়ে কমিটি দেওয়া, যারা নিক্সনের সময় বিগত ১৭টি বছর ক্ষমতাবান ছিল বিএনপির সময়ও তারা ক্ষমতাবান হয়ে গেল, এমন কমিটি আমরা মানি না।

এ ঘটনায় ভাংগা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, বিএনপি‍‍`র কমিটির বঞ্চিতরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছিল আমাদের অনুরোধে তারা আন্দোলন উঠিয়ে নিয়েছেন বর্তমান যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

অন্যদিকে ফায়ার সার্ভিসের স্ট্রেশন অফিসার আবু জাফর মিয়া জানান, বিএনপি‍‍`র একটি অংশ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছিল পরে আমরা খবর পেয়ে এসে আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। 

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!