নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক রাশেদুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় অবস্থিত সাংবাদিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাংবাদিক রাশেদুল ইসলাম নিজেই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে রাশেদুল ইসলাম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছি। এলাকার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবেদন করায় একটি প্রভাবশালী স্বার্থান্বেষী মহল আমার পেশাগত সুনাম ক্ষুণ্ন করতে উঠেপড়ে লেগেছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘আমার মালিকানাধীন জমি নিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। গুতিয়াবো মৌজার আরএস ২২৪০ নম্বর দাগের ৬১ দশমিক ৫০ শতাংশ জমি আমি রোহিনী কুমারের ওয়ারিসদের কাছ থেকে বৈধভাবে ক্রয় করেছি। অথচ জমির পূর্বতন সিএস মালিক অনাথ মন্ডলের ছেলে আসানন্দ ও চানমহন, যারা ১৯৫৪ সালেই জমি বিক্রি করেছেন, তারা এখন পুনরায় জমির মালিকানা দাবি করে দখলের অপচেষ্টায় লিপ্ত। প্রতিবাদ করায় ওই পক্ষ এবং তাদের মদদপুষ্ট একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।"
তিনি আরও বলেন, ‘এই মামলার মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও পেশাগতভাবে দুর্বল করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছি
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের বহু গণমাধ্যমকর্মী। বক্তারা বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া এবং তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। তারা সাংবাদিক রাশেদুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের পাশাপাশি সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
একুশে সংবাদ/না.প্র/এ.জে