ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যুব সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষা করতে মাদক বিক্রেতা দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে গণআবেদন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার, পীরগঞ্জ প্রেস ক্লাব ও হাজীপুর ইউপি চেয়ারম্যান কাছে এ গণআবেদন করা হয়।
৬৩৮ জন স্বাক্ষরিত গণআবেদনে উল্লেখ করা হয়, পীরগঞ্জ উপজেলা হাজীপুর ইউনিয়নের ভেবরা গ্রামের দরিমান আলীর ছেলে ইসাহাক আলী ও তার স্ত্রী নুরেফা দীর্ঘদিন ধরে ভেবড়া বোর্ডের হাট বাজারসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছেন। তারা আইনশৃংখলা বাহিনীর হাতে ইতিপূর্বে গ্রেপ্তারও হন। পরে আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে এলাকায় প্রকাশ্যে মাদক দ্রব্য বিক্রি করছেন।
বিষয়টি এলাকার সচেতন মহলের দৃষ্টিগোচর হলে তারা মাদক বিক্রি করতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী দম্পতিদ্বয় এলাকার মানুষকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। তাদের বেপরোয়া মাদক ব্যবসায় এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে। গণআবেদন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, আদেবন পাওয়া গেছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে