মোংলা বন্দর শিল্প এলাকায় আসিফ নাঈম নামে বন্দরের এক কর্মচারী দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছে। সোমবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোংলা বন্দর বিপনী মার্কেটে এলাকায় এ ঘটনা ঘটে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (সিবিএ) এর এডহক কমিটির সদস্য আসিফ নাইম জানান, বন্দর সিবিএ ভবন থেকে চা খাওয়ার উদ্দেশ্যে বন্দর বিপনি বিতান এর সামনে পৌছলে ২ জন অজ্ঞাত দুষ্কৃতকারী তার গতিরোধ করে বাম পায়ের রানে গুলি করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার বাম পায়ের উরু থেকে গুলি বের করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান জানাল এ ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি সহ পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশী তদন্ত চলমান রয়েছে।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

