শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্দেশনায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) বিকেলে বৈরাগ ইউনিয়নের সিইউএফএল রোড এলাকায় কৃষক দলের উদ্যোগে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আনোয়ারা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও জসিম উদ্দিন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা ফরিদ উদ্দীন খান মিল্টন, সাবেক সদস্য রফিক ডিলার এবং বৈরাগ ইউনিয়ন কৃষক দলের নেতা আবু জাহের, জসিম কন্ট্রাক্টর, পারভেজ, নাজিম শাহ, ইব্রাহিম, শাহ, মারুফ কন্ট্রাক্টর, ফোরকান, ইমন, হোসেন ও আজহার হোসেন আসিফ প্রমুখ।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে