ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে।
২০ জুন ফাউন্ডেশনের নীতিনির্ধারক ও আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ওমান প্রবাসী সমাজসেবক মোহাম্মদ লোকমান হোসেনকে সভাপতি, ফ্রান্স প্রবাসী, মোহাম্মদ বখতিয়ার শফিকে সিনিয়র সহসভাপতি এবং ওমান প্রবাসী হাফেজ মোহাম্মদ শাহিন ইকবালকে সাধারণ সম্পাদক ঘোষণা করে পশ্চিম ভূজপুর প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা কা হয়।
বিগত কমিটির মেয়াদোত্তীর্ণ হলে ফাউন্ডেশনের উদ্যোক্তা সদস্য, মোহাম্মদ নাসির উদ্দীন, সাংবাদিক মাওলানা আসগর সালেহী, মাওলানা মুহিব্বুল্লাহ আমিনী ও মোহাম্মদ নাহিদ নাসিরের তত্ত্বাবধানে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির পক্ষ থেকে সভাপতি, সিনিয়র সহ এবং সাধারণ সম্পাদক পদে আবেদনের ঘোষণা দেন। সময়সীমা শেষ হলে নির্বাচিত তিনজন বিনা প্রতিদ্বন্দ্বীতায় যথাক্রমে সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
পশ্চিম ভূজপুর প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশন আন্তঃভূজপুর কেন্দ্রিক একটি সামাজিক সংগঠন। যা ইউনিয়নের ৩নং ও ৪নং ওয়ার্ডের প্রবাসীদের সমন্বয়ে গঠিত হয়।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি এলাকার গরিব অসহায় অসংখ্য মানুষের বিয়েশাদি, চিকিৎসা, ঈদ উপহার বিতরণ করে সুনাম অর্জন করেছে।নবনির্বাচিত দায়িত্বশীলদের এলাকার বিভিন্ন সংগঠন ও সামাজিক নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
নব নির্বাচিত দায়িত্বশীলরা অল্প দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তাদের সামাজিক কাজের ধারাবাহিকতা বজায় রাখবে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে