নওগাঁর মান্দায় উপজেলা বণিক সমবায় সমিতি লিমিটেডের পাওনা ঋণ পরিশোধ করায় দুই ব্যবসায়ীকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারে টিএন্ডটি অফিসের সামনে অবস্থিত সমিতির প্রধান কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ২৩ মে ‘টুকু ফুড কর্নার’-এর স্বত্বাধিকারী মোস্তফা আল মারুফ (বাবু) এবং ‘মিলন টেইলার্স’-এর স্বত্বাধিকারী শফিকুল ইসলাম (রুবেল) এর মধ্যে দোকানঘর সংক্রান্ত বিরোধের সৃষ্টি হয়, যা পরবর্তীতে মান্দা থানা পর্যন্ত গড়ায়। পরে উভয় পক্ষ বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে বণিক সমিতির কাছে লিখিত আবেদন করেন।
সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় গত ৩১ মে এ দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হয় এবং তারা ঋণের বকেয়া অর্থ পরিশোধ করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো. আখতারুজ্জামান আল মনসুর, সাধারণ সম্পাদক আব্দুল মালেক দেওয়ান, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সদস্য মোজাহার আলী মোল্লা, আব্দুর রশিদ, মোজাদ্দীদ আল মামুন, আলতাফ হোসেন দেওয়ান, এসএম মাহমুদুল হক, মমতাজ হোসেন এবং রকিবুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক দেওয়ান বলেন, “১ জুন থেকে খেলাপি ঋণ আদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। সবার প্রতি অনুরোধ, নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করুন, অন্যথায় সমিতি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।”
তিনি আরও জানান, যারা সময়মতো ঋণ পরিশোধ করবেন, তাদের উৎসাহিত করতেই এমন সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

