সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক, জামালপুর জেলা প্রেস ক্লাবের সদস্য এবং এশিয়ান টেলিভিশন, দৈনিক বাংলা ও The Daily Tribunal-এর সরিষাবাড়ী প্রতিনিধি মোস্তাক আহমেদ মনির-এর মা মিনু বেগম-এর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (২১ জুন) পালিত হচ্ছে।
এ উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় সরিষাবাড়ী উপজেলার বয়ড়া বাজার হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় দুপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মিনু বেগম ২০১০ সালের ২০ জুন নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে