যশোরের কেশবপুর উপজেলার সরসকাটি বাজারে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার (১৮ জুন) বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেশবপুর উপজেলা যুবদলের নেতা ও স্থানীয় সাংবাদিক মনিরুল ইসলামসহ অন্তত চারজন আহত হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মনিরুল ইসলাম মারা যান।
আহতদের মধ্যে রয়েছেন—কাশেম গাজী, জাকির হোসেন ও মিজানুর রহমান।
প্রত্যক্ষদর্শী ও আহতদের স্বজনরা জানান, উপজেলার বরনডালি গ্রামের মো. মশিয়ার গাজীর ছেলে রেজা হাসান সবুজ এবং সামসুর রহমানের ছেলে রুবেল সালাউদ্দিনসহ ৬-৭ জন যুবক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সরসকাটি বাজারে মনিরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সংঘর্ষের সময় বাজারের লোকজন প্রতিরোধ গড়ে তোলে এবং অভিযুক্ত তিনজন—সবুজ, লিটন ও সালাউদ্দিনকে গণধোলাই দিয়ে একটি দোকানে আটকে রাখে। পরে চিংড়া ক্যাম্পের ইনচার্জ এসআই শামীমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
থানার ডিউটি অফিসার এসআই লিটন চন্দ্র দাস জানান, “সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মনিরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।”
একুশে সংবাদ/য.প্র/এ.জে