চট্টগ্রামের বোয়ালখালীতে চলন্ত ট্রেনের ধাক্কায় দু’টি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। রবিবার (১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার গোদমন্ডী পালকি কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের একেবারে পাশেই অটোরিকশাগুলো পার্ক করে রাখা হয়েছিল। ট্রেনটি আসার সময় ধাক্কা লাগায় সেগুলো উল্টে যায়। তবে অটোরিকশাগুলোর ভেতরে যাত্রী না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয়রা অভিযোগ করেন, অনেক সময় অটোরিকশা চালকরা রেললাইনের আশপাশে যাত্রী নিয়ে দাঁড়িয়ে থাকেন, যা বিপজ্জনক। ভবিষ্যতে এমন অসাবধানতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে সতর্ক করেন তারা।
অটোরিকশা চালকদের একজন বলেন, "আমরা অনেক সময় বাধ্য হয়ে রেলের পাশেই গাড়ি দাঁড় করাই। তবে সবার আরও সচেতন হওয়া জরুরি।"
একুশে সংবাদ / চ.প্র/এ.জে