কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক মিরপুর শাখার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ জুন) মিরপুর জিয়া সড়কে আরএফএল ভবনের দ্বিতীয় তলায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ব্যাংকের মিরপুর শাখার ব্যবস্থাপক আব্দুল হাই-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিভাগীয় কার্যালয়ের নিরীক্ষা কর্মকর্তা রামকৃষ্ণ দেবনাথ, উপব্যবস্থাপক আঃ আজিজ, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক নাজমুল করিম, সহকারী ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা শাহিনুজ্জামান খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক একটি সেবামূলক আর্থিক প্রতিষ্ঠান। করোনা মহামারির সময় থেকে শুরু করে বিভিন্ন সংকটকালেও এ ব্যাংক নিরবিচারে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। বক্তারা আরও জানান, কৃষি উন্নয়নের লক্ষ্যে কম সুদে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে কৃষিঋণ প্রদান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
তারা আরও জানান, পূর্ববর্তী ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তার স্বার্থে নতুন ভবনে ব্যাংকের কার্যক্রম স্থানান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে মিরপুর বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ / কু.প্র/এ.জে