ফটিকছড়ি উপজেলার ৩নং নারায়ণহাট ইউনিয়নের চৌধুরী পরিবারের কৃতি সন্তান, সমাজসেবক ও সফল উদ্যোক্তা রাকিবুল আলম চৌধুরী বিজিএমইএ (বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন)–এর পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩১ মে) ঢাকার পাশাপাশি চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে-ভিউ হোটেল কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিজিএমইএ সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ৮৬৪ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৫৬১ ও চট্টগ্রামে ৩০৩ জন। এই নির্বাচনে রাকিবুল আলম চৌধুরী ৮৩১ ভোট পেয়ে পরিচালক পদে বিজয়ী হন।
তিনি বর্তমানে নারায়ণহাট ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি এবং আরডিএম গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন মসজিদ, মাদরাসা ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে মানবিক ও সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছেন।
বিজিএমইএর পরিচালক পদে রাকিবুল আলম চৌধুরী নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, ধর্মীয়, শিক্ষা ও ব্যবসায়িক সংগঠন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, এ অর্জন শুধু রাকিবুল আলম চৌধুরীর নয়, এটি উত্তর চট্টগ্রাম তথা ফটিকছড়িবাসীর জন্য এক গৌরবের মুহূর্ত। পাশাপাশি সবাই তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবন কামনা করেন।
একুশে সংবাদ / চ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

