নওগাঁর মান্দায় নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের কলেজ মোড়ের পাশে ‘মান্দা কারিগরি ও কৃষি কলেজ’ মাঠে এ অনুষ্ঠান হয়।
এ সময় অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য আলহাজ তকিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনায়েতপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক।
এ সময় অত্র কলেজের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ /ন.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

