জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ২৮ মে থেকে আগামী ৩ জুন নানা কর্মসূচি পালন করা হচ্ছ।
বুধবার (২৮ মে) সকালে কর্মসূচির উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণের শেষে হাসপাতালের কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা। বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুমানা রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার অদিতি দাশ, রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক সুমন কবির মৃধা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। সঞ্চালনা করেন স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল হোসেন।
একুশে সংবাদ / চ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

