ঝালকাঠির রাজাপুর উপজেলার নলবুনিয়া বাজারে মঙ্গলবার (২৭) মে বিকেল আনুমানিক চারটার দিকে বাস ও মটর সাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সজীব সিকদার (৪৫) নিহত হয়। নিহত সজীব ঝালকাঠি নেছারাবাদ এলাকার খলিলুর রহমানের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা কায়েদ তুফান এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাহী বাস নলবুনিয়া বাজার এলকায় মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মটর সাইকেলের সঙ্গে ধাক্কা লাগে এতে মোটরসাইকেলটির চালক বাসটির নিচে চাপাপরে পরবর্তীতে স্থানীয়রা তাকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঝালকাঠিতে রেফার করিলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই রবিউল ইসলাম বাবু জানান, তিনি ঝালকাঠির ঠিকাদারি প্রতিষ্ঠান শ্যাডো কনস্ট্রাকশনের মালিক গাজী সানাউল হকের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন।
এ বিষয় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন জানান, দূর্ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে, ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়া আশা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ / ঝা.প্র/এ.জে