কুষ্টিয়া মিরপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার শেষ দিনে কুইজ প্রতিযোগিতায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) মঙ্গলবার মিরপুর উপজেলা অডিটোরিয়ামে বেলা ১১টায় এ কুইজ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী ভূমি মেলার তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে ভূমি সংক্রান্ত সেবার বিষয় তুলে ধরতেই এ আয়োজন করা হয়।
প্রশ্নোত্তর পর্ব শেষে দুপুরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুম মুনিরা, উপজেলা মাধ্যমিক একাডেমিক প্রোগ্রামার জুলেখা খাতুন,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সোহেল আহমেদ, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী।
উল্লেখ্য গত (২৫ মে) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে, ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

