চট্টগ্রামে পাহাড় ব্যবস্থাপনা কমিটির ৩১তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২-১ দিনের সম্ভাব্য ভারী বর্ষণ ও আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।সোমবার (২৬মে) বিকেল ৩টায় চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
সভায় আঞ্চলিক আবহাওয়া অফিসার জানান, আগামী ২-১ দিনের মধ্যে নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ হবার সম্ভাবনা রয়েছে। তাই তিনি সংশ্লিষ্ট সকলকে পাহাড় ধ্বসের বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন পাহাড়ে অবৈধ বসতি যাতে গড়ে উঠতে না পারে তাই বিদ্যুৎ, সিটি কর্পোরেশন, ওয়াসাসহ সকল সংশ্লিষ্ট দপ্তরকে এক হয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, আগামী বর্ষা মৌসুমের দুর্যোগ মোকাবিলায় জেলায় পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে।
ফায়ার সার্ভিসের প্রতিনিধি যেকোনো সংকটাপন্ন মুহূর্তে তাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. রইছ উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সচিব রবীন্দ্র চাকমা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জসিম উদ্দীন, চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানাসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে