রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ডোবার পানিতে পড়ে নাফিজ সরদার (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের ওমেদ আলী বেপারীপাড়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত নাফিজ মালয়েশিয়া প্রবাসী নাসির উদ্দিন সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২টার দিকে শিশু নাফিজ বাড়ির পেছনের একটি ডোবার পাশে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা খুঁজে না পেয়ে এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে বাড়ির পাশের ডোবার পানিতে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
নাফিজকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির এমন অকাল মৃত্যুর খবরে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে