গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৫ এ ‘সেরা ডিজিটাল মিডিয়া পার্সোনালিটি’ হিসেবে পুরস্কার পেয়েছেন পিরোজপুরের কাউখালী উপজেলার কৃতি সন্তান তানভীর লিমন।
গত ২৪ মে রাজধানীর অভিজাত হোটেল স্কাই সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরামের উদ্যোগে দেশের অর্থনীতি, সমাজসেবা, চিকিৎসা, সাংবাদিকতা ও শোবিজসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ৩০ জনকে সম্মাননা প্রদান করা হয়।
চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট নির্মাতা ও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন তানভীর লিমন। গত চার বছর ধরে তিনি বিনোদন ও সমসাময়িক বিষয়ভিত্তিক নানা কনটেন্ট নির্মাণ ও উপস্থাপনায় যুক্ত আছেন। বিশেষ করে চলতি বছরের ভালোবাসা দিবসে প্রচারিত ‘প্রেমের গল্প’ শিরোনামের টক শো ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।
পুরস্কার গ্রহণের পর তানভীর লিমন বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি বাংলাদেশের ডিজিটাল মিডিয়া অঙ্গনের সবার। বিনোদন ও গণমাধ্যমে কাজ করা সব সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাই। এই সম্মাননা ভবিষ্যৎ কাজকে আরও অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির ও সাংবাদিক মাসিদ রণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মীর হাসমত আলী এবং বিশেষ অতিথি ছিলেন কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা।
উল্লেখ্য, একই আয়োজনে সাংবাদিকতা ক্যাটাগরিতে সম্মাননা পান বার্তা২৪.কম-এর সিনিয়র নিউজরুম এডিটর আল মাসিদ (রণ)। শোবিজ ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেন চিত্রনায়ক ইমন, অভিনেতা সোহেল মণ্ডল, অভিনেত্রী শবনম ফারিয়া, সাফা কবির, তানজিন তিশা, সাদিয়া আয়মান, সংগীতশিল্পী আতিয়া আনিসা, পুলক অধিকারী এবং নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ।
একুশে সংবাদ/পি.প্র/এ.জে