AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে কাবিখা প্রকল্পের ভেকু ব্যবহারে মাটি চাপা পড়ে শিশুর মৃত্যু



বড়াইগ্রামে কাবিখা প্রকল্পের ভেকু ব্যবহারে মাটি চাপা পড়ে শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে কাবিখা প্রকল্পের মাটিকাটার সময় ভেকু মেশিন ব্যবহারের ফলে গর্ত ধসে চাপা পড়ে মোস্তাকিম আহমেদ (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া সাকিব হোসেন (১২) গুরুতর আহত অবস্থায় বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার দুপুরে উপজেলার বাগডোব গড়িলা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম বড়াইগ্রাম উপজেলার খাকসা দক্ষিণ পাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে এবং আহত সাকিব একই এলাকার আবু তাহেরের ছেলে।

স্থানীয়রা জানান, কাবিখা প্রকল্পের আওতায় বাগডোব গড়িলা বিলে একটি কাঁচা রাস্তা মেরামতের কাজ চলছিল। এতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। এ সময় বৃষ্টির মধ্যে আশপাশের কয়েকটি শিশু লেকের পাশে খেলছিল। হঠাৎ করে নরম মাটি ধসে পড়ে দুই শিশুর ওপর।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিবের শরীরের বেশির ভাগ অংশ মাটির নিচে চাপা পড়লেও তার মাথা বাইরে ছিল। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সাকিবকে উদ্ধার করেন এবং তার দেখানো জায়গা থেকে মাটি সরিয়ে মোস্তাকিমের নিথর দেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলাকাবাসীর অভিযোগ, কাবিখা প্রকল্পে নিয়মিত ভেকু মেশিন ব্যবহারের বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ফলে অব্যবস্থাপনা ও অনিয়মের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।
 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

Link copied!