গাজীপুরের কালীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছে (কনা) ছদ্দ নামের এক তরুনী।
মামলার বাদী ও এজাহার সূত্রে জানা যায়, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের তরুণী একই এলাকার প্রতিবেশী হরিদেবপুর গ্রামের ইসমাইলের পূত্র মোরশেদের সাথে ২০১৪ সাল থেকে পরিচিত। পরিচয় থেকে সম্পর্ক গড়ায় পরিণয়ে। বিয়ে করার কথা বলে গত বছরের নভেম্বর মাসের ৩০ তারিখে ধর্ষকের গ্রামের বাড়ি হরিদেবপুরে নিয়ে আসে। বিয়ের প্রতিশ্রুতির কথা বলে কনার সাথে অনৈতিক কাজ করার প্রস্তাব দিলে কনা অস্বীকৃতি জানায়। ঐ দিন দুপুর বেলা বাড়িতে একা পেয়ে কনার সাথে অশ্লিল আচরণ শুরু করে। এক পর্যায়ে জোর পূর্বক কনাকে ধর্ষণ করে মোরশেদ ।
ধর্ষিতা কনা জানায়, এ ঘটনার পর হতে মোরশেদ বিয়ে করবে বলে কালক্ষেপণ শুরু করে এবং কৌশলে এড়িয়ে চলতে থাকে। গত ১৯ মে সকালে হরিদেবপুর এলাকায় তার সাথে সাক্ষাৎ হলে বিয়ে করার কথা বলতেই ধর্ষক উল্লাস করে আমাকে বলে তোকে ভোগ করার করেছি বিয়ে করব কেন? মামলা করলে মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধমে ছড়াইয়া দিয়ে তোর জীবন নষ্ট করে দিব।
এ ঘটনায় ধর্ষণের স্বীকার তরুণী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল গাজীপুর জর্জ কোর্ট আদালতে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর এলাকার ইসমাইলের পূত্র মোরশেদকে (৩১) আসামি করে মামলা দায়ের করেন। সিপি মোকদ্দমা নং-১৫০, ২৪/০৫/২৫ ইং।
বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী অ্যাডভোকেট সানিয়া জোনাকি প্রতিবেদককে বলেন, ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালত গাজীপুর জর্জ কোর্টে এ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিভিআই) গাজীপুরকে অধিকতর তদন্তের জন্য আদালত আদেশ দিয়েছেন।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে