বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক দুইবারের ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন বলেছেন, “খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে দেশের উন্নয়নে সম্পৃক্ত করতে হবে। যুবকরাই জাতির ভবিষ্যৎ, তাই তাদের সঠিক পথে পরিচালিত করতে সকলকে এগিয়ে আসতে হবে।”
রবিবার (২৫ মে) বেগমগঞ্জ উপজেলার ৯ নম্বর মিরওয়ারিশপুর ইউনিয়নের কেন্দুরবাগে ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে যুবসমাজকে সর্বদা সচেতন থাকতে হবে। সমাজ উন্নয়ন ও রাষ্ট্র গঠনে কিশোর-যুবকদের অসামাজিক কর্মকাণ্ড ও কিশোর গ্যাং কালচার থেকে বেরিয়ে এসে একটি ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”
তিনি পড়ালেখার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, “খেলাধুলা মানসিক ও শারীরিক বিকাশ ঘটায়। এতে করে যুবকরা সহজেই মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকতে পারে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুরবাগ ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার জসিম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন শ্রমিক নেতা নাসির উদ্দিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুব নেতা হাফেজ দিদারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরওয়ারিশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সাইফুল ইসলাম শামীম। এ ছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজনের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।
একুশে সংবাদ/নো.প্র/এ.জে