বরগুনার আমতলীতে কলাগাছ কাটাকে কেন্দ্র করে হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামিকে র্যাব-৮, সিপিসি-১ ও র্যাব-১১, সদর কোম্পানির যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে র্যাব-৮, সিপিসি-১ ও র্যাব-১১, সদর কোম্পানি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি মো. দুলাল প্যাদা (৫০) পিতা-আফেজ প্যাদা, সাং-পশ্চিম সোনাখালী, পো.- সানাখালী, থানা-আমতলী, জেলা-বরগুনা-কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চানমারি এলাকা হতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব সূত্রে জানা যায়, বাদী ও বিবাদীরা একই এলাকার বাসিন্দা । পূর্ব হতেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদীরা বাদীর সাথে অহেতুক বিরোধ করে আসছিল। তারই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন ভিকটিম মো. আলমগীর প্যাদা (৪০) গাজীপুর থেকে বাজার শেষে নিজ বাড়িতে আসার সময় পূর্বে থেকে ওত পেতে থাকা বিবাদীরা ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে কিল, ঘুষি, লাথি ও লাঠি সোটা দিয়ে সজোরে আঘাত করতে থাকে।
এ সময় ভিকটিম গুরুতর আঘাত ও রক্তাক্ত অবস্থায় ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে পরীক্ষা নিরীক্ষা করে গত ১১ এপ্রিল সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
পরে ভিকটিমের স্ত্রী নাছিমা বেগম (৩১) বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
যাহা বরগুনা জেলার আমতলী থানার মামলা নং-১৬, তারিখঃ ১৩/০৪/২০২৫, ধারা-১৪৩/৩৪১/৩০৭/৩২৩/৩০২/১১৪/ ৫০৬ (।।)/৩৪ পেনাল কোড।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
একুশে সংবাদ/প.প্র/এ.জে