চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (২৫ মে) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই মহান কবির জন্মদিন পালিত হয়।
সকাল সাড়ে ৯টায় মিশনপাড়ার আটচালা ঘরের পাশে কবির স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, কবি-সাহিত্যিক ও সাধারণ মানুষ।
পরে সকাল ১০টায় জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে কার্পাসডাঙ্গা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, দামুড়হুদা থানার ওসি মো. হুমায়ুন কবির, স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিকেলে একই মঞ্চে কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন স্থানীয় শিল্পীরা। আয়োজনটি শেষ পর্যন্ত স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং জাতীয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
একুশে সংবাদ/ চু.প্র /এ.জে