রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি, উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন হোসেন মন্ডল পাড়ার বাসিন্দা ওম্বার মুন্সির ছেলে কুতুব মুন্সি (৩০)।
শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই মো. জুয়েল মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়ায় কেকেএস স্কুলের প্রধান গেটের সামনে অভিযান চালিয়ে তাকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
রবিবার (২৫ মে) দুপুরে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করে আজ দুপুরেই রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/ রা.প্র /এ.জে