রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে অবৈধভাবে রাতের বেলায় বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার (২৪ মে) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র মো. নাহিদুর রহমানের পরিচালিত এ অভিযানে দুইটি স্থানে অবৈধ কার্যক্রম বন্ধ করা হয়েছে।
প্রথম অভিযানটি চালানো হয় দৌলতদিয়া ইউনিয়নের আক্কাস আলী স্কুল সংলগ্ন এলাকায়। সেখানে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ব্যবহৃত একটি ড্রেজার মেশিনের সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করা হয়।
পরে একই ইউনিয়নে আরেকটি অভিযান চালিয়ে একটি এক্সকাভেটর (ভেকু) মেশিন বিকল করে দেওয়া হয়, যার মাধ্যমে মাটি কাটা হচ্ছিল। এর ফলে ঐ স্থানে মাটি উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র মো. নাহিদুর রহমান জানান, আজ একটি ড্রেজার ও একটি এক্সকাভেটর (ভেকু) মেশিন অবৈধভাবে মাটি কাটার জন্য ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে এবং অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/রা.প্র /এ.জে