মাদারীপুরের ডাসার উপজেলায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এক খামার ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী গত ২৪ মে (শনিবার) সন্ধ্যায় ডাসার থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেছেন।
ভুক্তভোগী জয়নাল ব্যাপারী উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং একজন খামার ব্যবসায়ী। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৭ মে (শনিবার) জেলা প্রশাসনের নির্দেশনায় পাথুরিয়ারপাড় থেকে কাজীবাকাই ইউনিয়ন পরিষদ ভবন পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনরুদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
এই কার্যক্রম চলাকালে অভিযুক্ত ইউনিয়ন ছাত্রলীগ নেতা দিদার মুন্সীর দখলে থাকা খাল অংশটিও প্রশাসনের নির্দেশে পুনরুদ্ধার করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জয়নাল ব্যাপারীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকিসহ হুমকিমূলক স্ট্যাটাস দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ভয়ে ও নিরাপত্তার অভাবে জয়নাল ব্যাপারী থানায় অভিযোগ করতে বাধ্য হন। তিনি বলেন, “খাল উদ্ধার করেছে প্রশাসন। আমি সাধারণ দর্শকদের মতো ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। কিন্তু ছাত্রলীগ নেতা দিদার মুন্সী সম্পূর্ণ অহেতুকভাবে আমাকে দোষারোপ করে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।”
অভিযুক্ত দিদার মুন্সীর মন্তব্য জানার জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/ মা.প্র /এ.জে