AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে ভিজিডি চাউল বিতরণে টাকা আদায়, বিএনপির তিন নেতা বহিষ্কার



সরিষাবাড়ীতে ভিজিডি চাউল বিতরণে টাকা আদায়, বিএনপির তিন নেতা বহিষ্কার

জামালপুরের সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বিনামূল্যে বিতরণকৃত ভিজিডি চাউল বিতরণে টাকা আদায় করায় বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান (রিপন), শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া ও যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান বাবু মিয়া।

জানা গেছে, ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল বিতরণে ২০০ থেকে ৩০০ টাকা করে আদায় করা হচ্ছিল। এই ঘটনার একটি ভিডিও ২১ মে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে সমালোচনার সৃষ্টি করে।

বিষয়টি জেলা বিএনপি সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল কবির তালুকদারের নজরে আসলে তারা তদন্ত করেন এবং দলীয় নীতি ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন নেতাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন।

মোঃ ফরিদুল কবির তালুকদার (শামিম) জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

একুশে সংবাদ/ জা.প্র /এ.জে

Link copied!