AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীর বেলাবতে ২০০ বস্তা সরকারি চাল জব্দ


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
১২:১৬ এএম, ২৫ মে, ২০২৫

নরসিংদীর বেলাবতে ২০০ বস্তা সরকারি চাল জব্দ

নরসিংদীর বেলাব উপজেলায় ভিডাব্লিউবি (Vulnerable Women Benefit) কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ২০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কৌশলের এই চাল বিভিন্ন এলাকা থেকে জব্দ করা হয়।

শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার বাজনাব ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১১৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেন বেলাব উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

জানা গেছে, ভিডাব্লিউবি কার্ডধারী উপকারভোগীরা প্রতি মাসে বিনামূল্যে ও বিনা শর্তে ৩০ কেজি করে চাল পেয়ে থাকেন। আজ বাজনাব ইউনিয়নে চাল বিতরণ চলাকালীন হঠাৎ গুজব ওঠে যে, কিছু উপকারভোগী চাল গ্রহণ করে তা বিক্রি করে দিচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে বাজনাব ইউনিয়ন পরিষদ সংলগ্ন আমেরিকা প্রবাসী কাইয়ূম মিয়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ১১৮ বস্তা চাল জব্দ করা হয়।

তবে কীভাবে সরকারি চাল ওই বাড়িতে এল, তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে কাইয়ূম মিয়া ও তার পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

পরে পাটুলী ইউনিয়নের বিভিন্ন স্থানেও অভিযান চালিয়ে আরও ৮২ বস্তা চাল জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম বলেন, “সরকারি বরাদ্দের চাল বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে বাজনাব ইউনিয়নের একটি বাড়ি থেকে ১১৮ বস্তা এবং পাটুলী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আরও ৮২ বস্তা চাল জব্দ করেছি। ধারণা করা হচ্ছে, উপকারভোগীরা চাল গ্রহণ করে তা বিক্রি করেছেন। সরকারি চাল কেনাবেচা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। জব্দকৃত চাল উপজেলা পরিষদে রাখা হয়েছে এবং তা প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করা হবে।”

 

একুশে সংবাদ/ ন.প্র /এ.জে

Link copied!