ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সৈয়দ আরিফুল হক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুদেব কৃষ্ণ।
প্রধান অতিথি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দুর্যোগ মোকাবেলার বিভিন্ন কৌশল ও প্রস্তুতি নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, জলচ্ছ্বাস, মহামারি, বজ্রাঘাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে করণীয় সম্পর্কে সচেতন করা হয়।
এতে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, ইয়াকুব আলী, বদরুজ্জামান মৃধা, মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাস্টার ও আবুল কালাম প্রমুখ।
উল্লেখ্য, এই কর্মশালার মাধ্যমে দুর্যোগকালে জনগণের জানমাল রক্ষায় পূর্বপ্রস্তুতি ও করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
একুশে সংবাদ/ ফ.প্র /এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
